This is Greeting for you - HAPPY NEW YEAR - 2023
Visit for more
Hi, This is 3d Learning Point Created & managed by Md. Arafat Hossain. Who I am? I am a Certified Solidworks Mechanical Designer. I am a 3d designer using Solidworks, Auto CAD & other I am a B.Sc. in Mechanical Engineer.
This is Greeting for you - HAPPY NEW YEAR - 2023
বিভিন্ন দেশে বছরের বিভিন্ন তারিখে প্রকৌশলী দিবস পালন করা হয়। জাতীয় উন্নয়ন ও দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে ১৯৪৮ সালের ৭ মে আই.ই.বি. যাত্রা শুরু করে। তখন থেকেই প্রতিবছরের ৭মে দিনটি "প্রকৌশলী দিবস" হিসেবে পালিত হয়ে আসছে।
অপরদিকে, ২৫ নভেম্বর ২০১৯-এ, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনের একটি প্রস্তাবের ভিত্তিতে, ইউনেস্কো ৪ মার্চকে 'টেকসই উন্নয়নের জন্য ইউনেস্কো বিশ্ব প্রকৌশল দিবস' হিসাবে ঘোষণা করে।
যাই হোক দেশ জাতি ও সভ্যতার উন্নতিকল্পে প্রকৌশলীদের ভূমিকা অগ্রগণ্য। তাই
Happy Engineers Day
দেরি নয়, সময়কে কাজে লাগান 👍
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্রকৌশল পৃথিবীর অন্যতম বৃহত্তম ও বিস্তৃত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র। যন্ত্র প্রকৌশলীরা মোটরগাড়ি, বিমান, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, শিল্প কারখানার যন্ত্রপাতি নির্মাণ এবং চিকিৎসা বিজ্ঞানের যন্ত্রাদি ডিজাইন ও নির্মাণে এই জ্ঞান ব্যবহার করেন।সলিডওয়ার্ক মধ্যে অন্যতম একটি সফটওয়্যার যার মাধ্যমে খুব সহজেই নকশা, ডিজাইন ও গবেষণা করা যায়। যার গুরুত্ব দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। কাজেই আর দেরি নয়, সময়কে কাজে লাগান।
যন্ত্রকৌশল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি ও কেন ?
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্রকৌশল পৃথিবীর অন্যতম বৃহত্তম ও বিস্তৃত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বলা হয় মাদার অফ ইঞ্জিনিয়ারিং। যন্ত্র প্রকৌশল প্রকৌশলের একটি বিষয় যাতে যান্ত্রিক ব্যবস্থাসমূহ রক্ষণাবেক্ষণ,নকশা,উৎপাদন এবং বিশ্লেষণের জন্য পদার্থবিজ্ঞানের সূত্রগুলো ব্যবহার করা হয়।বলবিজ্ঞান, গতিবিজ্ঞান, তাপগতিবিজ্ঞান এবং শক্তি সম্বন্ধে একটি সুস্পষ্ট জ্ঞান এই প্রকৌশল অধ্যয়নের জন্য প্রয়োজনীয়। যন্ত্র প্রকৌশলীরা মোটরগাড়ি, বিমান, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, শিল্প কারখানার যন্ত্রপাতি নির্মাণ এবং চিকিৎসা বিজ্ঞানের যন্ত্রাদি নির্মাণে এই জ্ঞান ব্যবহার করেন।
একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজঃ
মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ছোট পার্টস থেকে শুরু করে অনেক বড় বড় মেশিন, যন্ত্রপাতি বা যানবাহন ডিজাইন ও সেই পণ্য উৎপাদনের পুরো পদ্ধতিকে অধিক কর্মক্ষম করার জন্য কাজ করে থাকেন। তারা একটা পণ্য তৈরির সকল পর্যায়ে (গবেষণা, নকশা, উতপাদন, ইনস্টলেশন এবং চূড়ান্ত চালু) কাজ করতে পারেন।
তাদের দায়িত্ব সমূহ-
আর্থিকভাবে সাশ্রয়ী, নিরাপদ ও টেকশই সরঞ্জাম ডিজাইন ও তৈরি করা। অন্যান্য শ্রেণীর ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করে কোন প্রজেক্টের জন্য প্রয়োজনীয় দিকগুলো বাছাই করা। তাত্বিক ডিজাইনের কার্যকারিতা জানার জন্য সিমুলেশন করা ও সেই অনুয়াযী ডিজাইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা।পণ্য সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য উৎপাদন বিভাগের লোকজন, সরবরাহকারী এবং গ্রাহকদের সঙ্গে আলোচনা করা।প্রকৌশল ও অন্যান্য খাতের পেশাদারদের সঙ্গে কাজ করা । যন্ত্রপাতির মেইনটেনেন্সের দায়িত্ব পালন।