CAD CAM কি? কেন? কিভাবে? বিস্তারিত-

 #CAD #CAM কি? কেন? কিভাবে?

এবারের ভিডিওতে জেনে নিন আপনার যত অজানা উত্তর। #Soliswork কি? কেন শিখবেন ফ্রিতে কনফিউসন দুর করুন।

উপকৃত হলে ভিডিওটি শেয়ার করে অন্যদের জানতে সহায়তা করুন। আর Subscribe করে বেল বাজিয়ে দিন।
#3d #mechanical #Sketch

Greetings of NEW YEAR 2023


 

            This is Greeting for you - HAPPY NEW YEAR - 2023



      I wish you a wonderful new year and hope it brings you many blessings.
Visit for more


Solid work এর মাধ্যমে  ড্রিংক্স এর বোতল ডিজাইন ও এনিমেশন-


 



সলিড ওয়ার্ক কেবল  সলিড মেটাল এর ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং প্লাস্টিক পার্ট, বোতল সহ প্রয়োজনীয় সব কিছুই ডিজাইন করা হয়।

Solidwork Installation Process A2Z

 কিভাবে খুব সহজে সলিডওয়ারক সেটাপ দিব ?

০১. সদ্য উইন্ডোজ দিয়ে থাকলে কোনোরকম ঝামেলা ছাড়াই সলিডওয়ারক এর প্রিমিয়াম ভার্সন ইন্সটল করে ফেলুন খুব সহজে...,
বিস্তারিত ভিডিওতে_

https://fb.watch/fdYpXFRRHt/




 ডিজাইন করার সময় টলারেন্স, এলাউন্স, ক্লিয়ারেন্স এমনকি নিম্নোক্ত ফিটের বিষয় সম্পর্কে ধারণা রাখার প্রয়োজন হয় ।


Engineers Day

বিভিন্ন দেশে বছরের বিভিন্ন তারিখে প্রকৌশলী দিবস পালন করা হয়। জাতীয় উন্নয়ন ও দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে ১৯৪৮ সালের ৭ মে আই.ই.বি. যাত্রা শুরু করে। তখন থেকেই প্রতিবছরের ৭মে দিনটি "প্রকৌশলী দিবস" হিসেবে পালিত হয়ে আসছে। 

অপরদিকে, ২৫ নভেম্বর ২০১৯-এ, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনের একটি প্রস্তাবের ভিত্তিতে, ইউনেস্কো ৪ মার্চকে 'টেকসই উন্নয়নের জন্য ইউনেস্কো বিশ্ব প্রকৌশল দিবস' হিসাবে ঘোষণা করে।

যাই হোক দেশ জাতি ও সভ্যতার উন্নতিকল্পে প্রকৌশলীদের ভূমিকা অগ্রগণ্য। তাই


সকল ইঞ্জিনিয়ার তথা প্রকৌশলীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।


Happy Engineers Day



২৯ জানুয়ারি, বিশ্ব অটোমোবাইল দিবস।

১৮৮৫সালে, কিংবদন্তি কার্ল বেঞ্জ নামে একজন জার্মান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটি অভ্যন্তরীণ-দহন ইঞ্জিন দ্বারা চালিত বিশ্বের প্রথম ব্যবহারিক অটোমোবাইল ডিজাইন এবং তৈরি করেছিলেন।
বিশ্বের প্রথম অটোমোবাইলের পেটেন্ট ২৯ জানুয়ারী, ১৮৮৬ সালে কার্ল বেঞ্জ দ্বারা দায়ের করা হয়েছিল যার DRP No. ছিল ৩৭৪৩৫. এটি ছিল মোটরওয়াগেন বা বেঞ্জ পেটেন্ট মোটরকার নামে একটি থ্রি-হুইলার।
এর পর থেকে 29 জানুয়ারি বিশ্ব অটোমোবাইল দিবস হিসেবে পালিত হয়।




 
দেরি নয়, সময়কে কাজে লাগান 👍


মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্রকৌশল পৃথিবীর অন্যতম বৃহত্তম ও বিস্তৃত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র। যন্ত্র প্রকৌশলীরা মোটরগাড়ি, বিমান, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, শিল্প কারখানার যন্ত্রপাতি নির্মাণ এবং চিকিৎসা বিজ্ঞানের যন্ত্রাদি ডিজাইন ও নির্মাণে এই জ্ঞান ব্যবহার করেন।সলিডওয়ার্ক মধ্যে অন্যতম একটি সফটওয়্যার যার মাধ্যমে খুব সহজেই নকশা, ডিজাইন ও গবেষণা করা যায়। যার গুরুত্ব দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। কাজেই আর দেরি নয়, সময়কে কাজে লাগান।





Water Filter part , Diffuser

Part Design using solidworks

Take creativity

To combined with this modern universe