কিভাবে খুব সহজে সলিডওয়ারক সেটাপ দিব ?
০১. সদ্য উইন্ডোজ দিয়ে থাকলে কোনোরকম ঝামেলা ছাড়াই সলিডওয়ারক এর প্রিমিয়াম ভার্সন ইন্সটল করে ফেলুন খুব সহজে...,
বিস্তারিত ভিডিওতে_
Hi, This is 3d Learning Point Created & managed by Md. Arafat Hossain. Who I am? I am a Certified Solidworks Mechanical Designer. I am a 3d designer using Solidworks, Auto CAD & other I am a B.Sc. in Mechanical Engineer.
বিভিন্ন দেশে বছরের বিভিন্ন তারিখে প্রকৌশলী দিবস পালন করা হয়। জাতীয় উন্নয়ন ও দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে ১৯৪৮ সালের ৭ মে আই.ই.বি. যাত্রা শুরু করে। তখন থেকেই প্রতিবছরের ৭মে দিনটি "প্রকৌশলী দিবস" হিসেবে পালিত হয়ে আসছে।
অপরদিকে, ২৫ নভেম্বর ২০১৯-এ, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনের একটি প্রস্তাবের ভিত্তিতে, ইউনেস্কো ৪ মার্চকে 'টেকসই উন্নয়নের জন্য ইউনেস্কো বিশ্ব প্রকৌশল দিবস' হিসাবে ঘোষণা করে।
যাই হোক দেশ জাতি ও সভ্যতার উন্নতিকল্পে প্রকৌশলীদের ভূমিকা অগ্রগণ্য। তাই
Happy Engineers Day
দেরি নয়, সময়কে কাজে লাগান 👍
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্রকৌশল পৃথিবীর অন্যতম বৃহত্তম ও বিস্তৃত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র। যন্ত্র প্রকৌশলীরা মোটরগাড়ি, বিমান, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, শিল্প কারখানার যন্ত্রপাতি নির্মাণ এবং চিকিৎসা বিজ্ঞানের যন্ত্রাদি ডিজাইন ও নির্মাণে এই জ্ঞান ব্যবহার করেন।সলিডওয়ার্ক মধ্যে অন্যতম একটি সফটওয়্যার যার মাধ্যমে খুব সহজেই নকশা, ডিজাইন ও গবেষণা করা যায়। যার গুরুত্ব দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। কাজেই আর দেরি নয়, সময়কে কাজে লাগান।